পাইকগাছায় নারী নির্যাতন মামলার আসামীকে গ্রামপুলিশে নিয়োগ না দেয়ার জন্য ইউএনও বরাবর অভিযোগ

0
280

ম্যাগপাই নিউজ ডেস্ক : পাইকগাছায় যৌতুক ও নারী নির্যাতন মামলার আসামীকে গ্রাম পুলিশে নিয়োগ না দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভুক্তভোগীরা অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর গ্রামের আজিবার সরদারের কন্যা মোছাঃ রিম্পা খাতুন খাতুনকে একই গ্রামের আতিয়ার সরদারের পুত্র সোহেল সরদার বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে রিম্পাকে বিভিন্ন সময় নির্যাতন করত। যার প্রেক্ষিতে রিম্পা সোহেল সরদারের নামে যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক ২টি মামলা করে এবং দীর্ঘদিন জেলহাজতে ছিল। রিম্পা খাতুনের পিতা আজিবার সরদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, সোহেল আইন অমান্যকারী, যৌতুকলোভী, নারী নির্যাতনকারী। এহেন ব্যক্তিকে চাঁদখালী ইউনিয়নে গ্রামপুলিশে নিয়োগ দিলে এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হবে। তাই তার নিয়োগ না দেওয়ার জন্য জোর আপত্তি জানিয়ে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান।