পাইকগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে উত্তোলিত লাখ লাখ টাকা আত্মসাৎ

0
577

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর নামে লাখ লাখ টাকা উত্তোলনপূর্বক জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার পূর্ব গজালিয়া গ্রামে। টাকা প্রদানকারী গ্রাহকরা টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে মোস্তফা কামাল ডিয়ার ও তার ভাই আবু মুসা। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের আফসার উদ্দীন ঢালীর পুত্র মোঃ মোস্তফা কামাল ডিয়ার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ পাইকগাছা শাখার দায়িত্বরত কর্মকর্তা (বি.এম) হিসেবে দায়িত্বপালন করে আসছে। এ ক্ষেত্রে তিনি এবং তার ভাই আবু মুসা বীমা খোলার নামে বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে লাখ লাখ টাকা উত্তোলন পূর্বক তা গ্রাহকদের পলিসি নম্বরে জমা না দিয়ে পকেটস্থ করেছেন বলে গ্রাহকরা জানিয়েছেন। গ্রাহকরা পাইকগাছা কার্যালয়ের ইনচার্জ আব্দুল হক এর নিকট আসলে তিনি গ্রাহকদের পলিসি নম্বর দেখে হতবাক হয়ে যান। প্রতিটি গ্রাহকের ২ থেকে ৫ কিস্তি পর্যন্ত উত্তোলনকৃত টাকা জমা হয়নি। এ ব্যাপারে গ্রাহকরা মোস্তফা কামাল ডিয়ারের নিকট তাদের টাকা ফেরত অথবা পলিসি নম্বরে জমা দেয়ার কথা বললে গ্রাহকদের বিভিন্ন হুমকি-ধামকি এমনকি মারপিটেরও ভয় দেখায়। পাইকগাছা অফিসের ১০৬-৬০৭-৫ নম্বর পলিসির গ্রাহক ছাবিনা বেগমের স্বামী মানিক জানান, আমার স্ত্রীর নামে ২ কিস্তির ১০ হাজার ৪২০ টাকা জমা না দিয়ে আত্মসাত করেছে। ঝর্ণা বেগমের পিতা জিয়াদ আলী জানান, আমার কন্যার ১০৬-৬০৮-৩ নং পলিসির ২ কিস্তির ১০ হাজার ৪৩০ টাকা, জলিল ঢালী জানান, আমার ০৭-১২৪৬-৭ নং পলিসিটিতে ৪ হাজার ২২৮ টাকা সহ বিভিন্ন লোকের লাখ লাখ টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে পাইকগাছা অফিস ইনচার্জ আব্দুল হক জানান, অত্র এলাকার গ্রাহকরা আমার নিকট এসেছিল। দেখা যায় তাদের কাছ থেকে মোস্তফা কামাল ডিয়ার কর্তৃক উত্তোলিত টাকা তাদের পলিসিতে জমা হয়নি। সুতরাং উক্ত টাকার দ্বায়ভার অফিস গ্রহণ করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here