পাইকগাছায় বই দিবসে টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ

0
376

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটে বই দিবসে টাকার বিনিময়ে বই বিতরণ করায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ। অভিযোগে জানা যায়, ১ জানুয়ারি উপজেলার বই বিতরণ হয়। গড়ইখালী আলমশাহী ইনস্টিউটে প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে ৩শ টাকা আদায় পূর্বক বই বিতরণ করা হয়েছে। টাকা না দেয়ায় অনেককে ফেরত দেয়ায় অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধান শিক্ষক মধুসুধনের নির্দেশে সভাপতি কামরুল গাইনের উপস্থিতিতে বই বিতরণ করা হয় বলে অভিভাবক ফারুক হোসেন, খোকন গাজী, রেশমা বেগম লিখিতভাবে জানান। স্থানীয় মাহফুজুল গাজীর ছেলে রিফাত গাজী টাকা দিতে না পারায় তাকে বই দেয়া হয়নি। অষ্টম শ্রেণির ছাত্রী ঝুমুর সুলতানা জানায়, ৩শ টাকা দেয়ার পর আমাকে বই দেয়া হয়। একাধিক ছাত্র-ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিভাবক আলমগীর, মফিজুল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষক মধুসুদন সরকার বলেন, কোন ছাত্র-ছাত্রীর কাছ থেকে বই বিতরণ বাবদ টাকা নেয়া হয়নি। সেশন চার্জ বাবদ ৩শ টাকা আদায় করা হয়েছে।