পাইকগাছায় বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চাঁদখালী আ’লীগ নেতা শাহিন সাময়িক বহিস্কার

0
517

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে
চাঁদখালী ইউনিয়ন আ’লীগ কমিটির সদস্য আবু রায়হান শাহিনকে দল থেকে
সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে
চাঁদখালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক, উপজেলা কমিটির সদস্য ও সাবেক ইউপি
চেয়ারম্যান আলহাজ্ব মনছুর আলী গাজীর সভাপতিত্বে চাঁদখালী বাজারে দলীয়
কার্যালয় চত্বরে আয়োজিত জরুরী সভায় ইউনিয়ন আ’লীগের সদস্য শেখ আবু
রাইহান শাহিন বিজয় দিবসের দিনে তার ঔষধ দোকানে চাঁদ-তাঁরা সম্বলিত জাতীয়
পতাকা উত্তোলনের ঘটনায় দল থেকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ্#৩৯;লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের পদ-
পদবীধারী নেতাকর্মীদের মধ্যে শেখ গোলাম রব্বানী, আজিজুল সরদার, নুরুল ইসলাম
সরদার, মিনু সরদার, ডাঃ নরেন্দ্র নাথ মন্ডল, রুহুল আমিন, বাবর আলী গাজী, আলহাজ্ব
আলতাফ সরদার, শাহাজান গাজী, ইছারুউদ্দিন গাজী, সুব্রত মন্ডল, আঃ বারিক গাজী,
সারাফাত হোসেন মধু, আজিজ সরদার, দুলাল মীর, আঃ গফুর সরদার, আঃ মজিদ, জবেদ
সরদার, নজরুল সরদার, আবুল হোসেন, মোশারেফ মোড়ল, জাকির হোসেন, জাহাঙ্গীর
হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় বিদসে ইউনিয়ন আওয়ামীলীগের
আহবায়ক কমিটির সদস্য আবু শাহিন তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চৌমুনী
বাজারে আল আমিন ফার্মেসীর ছাদে জাতীয় পতাকার মধ্যে লাল সবুজের উপর চাঁদ-
তাঁরা খচিত সম্বলিত পতাকা উত্তোলন করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনা
জানাজানি হলে খোদ দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে যার পরিপ্রেক্ষিতে তাকে
সাময়িক ভাবে বহিস্কার করার সিধান্ত গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here