পাইকগাছায় বিভিন্ন হারবাল সেন্টারে অভিযান চালিয়ে ১জন হেকিমকে কারাদন্ড ও ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

0
427

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিভিন্ন হারবাল প্রতিষ্ঠানে যৌণ উত্তেজক ট্যাবলেট ও মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার জরিমানা ও ভুয়া সনদপত্রধারী হেকিম মেহেদী হাসান খোকনকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফকরুল হাসান ও ড্রাগ সুপার মোঃ মাসুদুজ্জামান খানের নেতৃত্বে পাইকগাছা বাজারের পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৫ হাজার, ডিজিটাল হারবাল সেন্টার ৭ হাজার ও তফেল ঔষধালয় ১ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে কলিকাতা হারবাল সেন্টার সনদপত্র বিহীন হেকিম মেহেদী হাসান খোকনকে ভোক্তাধিকার আইনে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here