পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পি সি রায়ের জন্মবার্ষিকী পালিত

0
684

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এর ১৫৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্ঠা ড. মসিউর রহমান বিশ্ববরেণ্য পিসি রায়কে বিজ্ঞানীদের বিজ্ঞানী উল্লেখ করে বলেছেন, তিনি জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে শিল্প উৎপাদন করে জগতে খ্যাতি কুড়িয়েছেন। জ্ঞানই হলো উৎপাদনের প্রধান শক্তি। এ শক্তি ব্যবহার করে বিজ্ঞানী পিসি রায় বিজ্ঞানের সকল শাখায় নিজেকে যুক্ত করে একাধারে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙালী জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্ঠা করছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিজ্ঞানীর বসতভিটা উপজেলার রাড়–লীতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও রাড়–লী ইউনিয়ন পরিষদের এর ব্যবস্থাপনায় বিজ্ঞানীর প্রতিকৃতিতে মাল্যদান, তথ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, রচনা প্রতিযোগীতাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান পিপিএম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা (আইটি) জিয়াউর রহমান, এএসপি ডিসার্কেল মোঃ ইব্রাহিম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, আব্দুল হাকিম, উত্তম কুমার দাশ। সভায় বক্তারা জাতীয়ভাবে বিজ্ঞানীর জন্ম ও মৃত্যু দিবস পালন, বাড়ি সংস্কার ও পাঠ্যবইয়ে তার জীবানাদর্শ তুলে ধরার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএর দপ্তর সম্পাদক ও জেলা আ’লীগ নেতা ডাঃ শেখ মোহাঃ শহীদউল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আব্দুল আউয়াল, ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু ও নাহার আক্তার, সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, আ’লীগ নেতা আক্তারুজ্জামান সুজা, ইউপি চেয়ারম্যান আমীর আলী গাইন, রতন ভদ্র, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার অনেকেই।
উল্লেখ্য, বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগষ্ট পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়–লীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরিশ্চন্দ্র রায় ও মাতার নাম ভুবন মোহিনী রায়। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, সমবায় আন্দোলনের পুরোধা। পিসি রায় ১৮৯২ সালে কলকাতার মানিক তলায় মাত্র ৮’শ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে উপমহাদেশে সর্বপ্রথম সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে ২০ বছর কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন। ব্রিটিশ সরকার ১৯৩০ সালে তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভারত বর্ষের মহীশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। চিরকুমার এই বিজ্ঞানী তার জীবনের অর্জিত সমস্ত সম্পদ মানব কল্যানে দান করে গেছেন। ১৯৪৪ সালের ১৬ জুন ৮৩ বছর বয়সে বিজ্ঞানীর জীবনাবসান ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here