পাইকগাছায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ীর মালিকদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা

0
411

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ীর মালিকদের অচেতন করে নগদ টাকা সহ ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। অচেতন এক ব্যক্তিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত এ্যাডঃ বিলাস চন্দ্র রায়ের বাড়ীর নিচের তলায় তার স্ত্রী স্কুল শিক্ষিকা সাধনা রায় প্রতিবন্ধী জনৈক কালাম ও তার স্ত্রীকে এক সপ্তাহ পূর্বে ভাড়া দেয়। ভাড়াটিয়া কালাম ও তার স্ত্রী বৃহস্পতিবার রাতে বাড়ীর মালিক সাধনা রায় খাবার তৈরীর সময় ভাড়াটিয়াদ্বয় তাদেরকে জানায় তাদের পরিচয়ের সমস্ত কাগজপত্র শুক্রবার প্রদান করবেন। সুকৌশলে ঐ সময় রুটির সাথে অচেতন ঔষধ দিয়ে তারা স্ব-স্ব ঘরে চলে যায়। বাড়ীর মালিক সাধনা রায়, মেয়ে সুস্মিতা রায়, বিশাখা ও শিশু পুত্র অসীম সরকার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে গভীর রাতে ভাড়াটিয়া প্রতারক চক্র রাতে দোতলার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারী খুলে নগদ ১৫ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। শুক্রবার ভোর বেলায় বাড়ীর মালিকদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় সকলকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় বিশাখা (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানার ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার জন্য বাড়ীর মালিকদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। তিনি জানান, ভাড়াটিয়া সম্পর্কে পৌরসভায় মাইকিং ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের অবহিত করার পরেও বিনা তথ্যে কিভাবে ভাড়া দিল এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here