পাইকগাছায় মারপিট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

0
295

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মারপিট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ওসি, পাইকগাছাকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। ঘটনাটি উপজেলার গজালিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের আব্দুস সোবহান শেখের পুত্র ও গজালিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার শেখের পার্শ্ববর্তী ওড়াবুনিয়া মৌজায় একটি মৎস্য লীজ ঘের রয়েছে। উক্ত মৎস্য লীজ ঘের নিয়ে একই গ্রামের জিন্নাহ সানার পুত্র খয়বার সানার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই সুযোগে একই এলাকার মৃত মাহতাব খাঁর পুত্র বদিয়ার খাঁ, লুৎফর খাঁর পুত্র শফিকুল খাঁ, কৈয়াছিনিবুনিয়া গ্রামের আক্কেল জমাদ্দারের পুত্র জোলগার জমাদ্দারের পুত্র গোলাম সরোয়ারের নিকট মোটা অংকের চাঁদাদাবী করে। তিনি অস্বীকার করলে গত ৭ জুন রাত আনুমানিক ৮টায় বদিয়ার ও গোলজারের নেতৃত্বে কয়েকজন সরোয়ারের লীজ ঘেরে যেয়ে চাঁদা দাবী করে। তিনি অস্বীকার করলে তারা শিক্ষককে মারপিট করে লীজ ঘেরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় গোলাম সরোয়ার বাদী হয়ে বদিয়ারসহ ৫জনের নামে রবিবার পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি, পাইকগাছাকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here