পাইকগাছায় মেয়র পত্নীর বসতবাড়ীর সম্পত্তি নিলাম বিক্রির ঘোষণা

0
636

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ব্যাংক ঋণ পরিশোধ না করায় পৌর মেয়রের স্ত্রীর সম্পত্তি বিক্রয়ের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ পাইকগাছা শাখা। এদিকে মেয়রের স্ত্রীর বিরুদ্ধে চেকের মামলায় মাল ক্রক সহ গ্রেপ্তারী পরোয়ানা থাকলেও তা এড়িয়ে আসছেন। যে কারণে ব্যাংক কর্তৃপক্ষ সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ মে’২০১১ তে পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীরের স্ত্রী ফাতেমা জাহাঙ্গীর মেসার্স শিববাটী মৎস্য খামারের বিপরীতে বসতবাড়ী বন্ধক রেখে সোস্যাল ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা থেকে ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। তা রি-সিডিউলের মাধ্যমে ৩ সেপ্টেম্বর’২০১৪ তারিখে পুনরায় ৩০ লাখ টাকা ঋণ নেয়। যথাসময়ে টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৫ লাখ টাকার দাবীতে সি.আর ২৯৭/১৪ নং চেকের মামলা করেন। যার বর্তমান মাল ক্রক সহ গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে ব্যাংক কর্মকর্তা কামাল আহম্মেদ পারভেজ জানান। সর্বশেষ টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গত ১৪ জানুয়ারি ৫৩ লাখ ৪১ হাজার ৪৪৬ টাকা আদায়ে ফাতেমা জাহাঙ্গীরের মেসার্স শিববাটী মৎস্য খামারের বন্ধকী সম্পত্তি নিলাম ঘোষণা করেন। যার তপশীল মৌজা- সরল, সি,এস খতিয়ান ১৪, এস,এ খতিয়ান- ২৩, ডি.পি খতিয়ান- ১০০৬। দাগ সি,এস ও এস,এ ৭৫৬ ও ৭২১। ডি.পি দাগ নং- ৯২৭ ও ৯১৭। জমির পরিমাণ- ০.২০২৫ একর। এ ব্যাপারে ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে কামাল আহম্মেদ পারভেজ জানান, তার কাছে টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় লিখিতভাবে তাগাদা দেয়া হয়েছে। কিন্তু কোন পদক্ষেপ না নেওয়ায় উক্ত সম্পত্তি অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারামতে নিলামে বিক্রয়ের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ ব্যাপারে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, বিজ্ঞপ্তির বিষয়টি শুনেছি। টাকা পরিশোধ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here