পাইকগাছায় যাতায়াতের রাস্তায় বেড়া দেয়ায় ২৫টি পরিবার অবরুদ্ধ

0
271

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় যাতায়াতের সরকারি পাকা রাস্তায় ঘেরা বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় স্কুলগামী ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লীসহ ২৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। লস্কর ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। অবরুদ্ধ পরিবারগুলোর যাতায়াতের রাস্তা উন্মুক্ত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার আলমতলা গ্রামের সরদার ও জমাদ্দার পাড়ায় যাতায়াতের একমাত্র পাকা পথটি জমাদ্দাররা বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। ফলে জমাদ্দার পাড়ার ২৫টি পরিবারে প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিকার চেয়ে মাজেদ সরদার স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান বরাবর হাবিব জমাদ্দার ও মান্নান জমাদ্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বিষয়টি শান্তিপূর্ণভাবে নিস্পত্তির জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দারের নিকট দায়িত্ব দেন। তিনি বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হওয়ায় তদন্ত রিপোর্ট চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। এ বিষয় চেয়ারম্যান বেড়া সরানোর কোন ব্যবস্থা না নেওয়ায় ভূক্তভোগী মাজেদ সরদাররা চরম ভোগান্তিতে রয়েছে। স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা বিদ্যালয় ও স্থানীয় মুসল্লীরা মসজিদে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে মাজেদ সরদার বলেন, রাস্তার পাশে গাছের চারা রোপন করতে নিষেধ করায় তারা পাকা রাস্তায় বেড়া দিয়ে আমাদের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বলেন, পাকা রাস্তা সরকারের। এটি বন্ধ করার অধিকার কারোর নেই। দ্রুত রাস্তা থেকে বেড়া অপসারণ করা হবে।