পাইকগাছায় শালিসী সভার নামে পিতা-পুত্র দ্বারা বৃদ্ধের গলায় জুতার মালা ও ইউপি সদস্য লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0
327

বাবুল আক্তার : পাইকগাছায় শালিসী সভার নামে পরিকল্পিতভাবে আব্দুল মান্নান মিস্ত্রী ও তার শিক্ষক ছেলে লিন্টু কর্তৃক বৃদ্ধ তমেজ হাজরার গলায় জুতার মালা পরিয়ে দেখার ঘটনা ও ইউপি সদস্য মনোহরকে লাঞ্চিত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সভ্য সমাজে একজন বয়ঃবৃদ্ধ মানুষের গলায় জুতার মালা ও ইউপি সদস্যকে লাঞ্চিত করার ঘটনা ধিক্কার জানিয়ে নিন্দা প্রকাশ করে ৭ দিনের মধ্যে প্রকাশ্য সভায় মান্নান মিস্ত্রী ও তার ছেলে জনতার আদালতে ক্ষমা প্রার্থনা না করলে বৃহত্তর আন্দোলন ও তাদেরকে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেয়া হয়। বক্তারা অভিযোগ করেন, অপরাধ করে মান্নান মিস্ত্রী উল্টো তার স্ত্রীকে দিয়ে তমেজ হাজরাসহ ২৪ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে মামলা করে হয়রানীর পথ বেছে নিয়েছেন। শুক্রবার বিকালে গড়ইখালীর বগুলারচক হাইস্কুল মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে স্থানীয় আ’লীগনেতা বিজন রায়ের সভাপতিত্বে ও হাফিজুর রায়ের পরিচালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগনেতা ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আ’লীগনেতা গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন আব্দুর রব গাজী, ইউপি সদস্য মনোহর মন্ডল। সভায় বক্তব্য রাখেন, লাঞ্চিত তমেজ হাজরা, সাবেক ইউপি সদস্য আসাদুল মিস্ত্রী, আব্বাস মোল্লা, খোকন সানা, খোরশেদ গাইন, বিজয় রায়, অমরেন্দ্র মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ঈদুল আযহার দিনে আমিরপুর ঈদগাহ ময়দানের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য, তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ঐদিন দুপুরে লিন্টুর নেতৃত্বে বৃদ্ধ তমেজ হাজরার বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে স্থানীয়দের হস্তক্ষেপে ৮ সেপ্টেম্বর ঈদগাহ মাঠে শালিসী সভা ডাকা হয়। অভিযোগ উঠে শুরুতেই স্থানীয় ইউপি সদস্য মনোহর চন্দ্র মন্ডল সভাস্থলে যোগদানের পরপরই আব্দুল মান্নান মিস্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে সভা থেকে বের করে দেন। এরপর শালিসী সভার এক পর্যায়ে মাপ চাওয়ার অভিনয় করে শিক্ষক মনিরুজ্জামান লিন্টু তমেজ হাজরার দু’হাত জড়িয়ে ধরলে এ সুযোগ মান্নান মিস্ত্রী তার ব্যাগে থাকা জুতার মালা তমেজ হাজরার গলায় ঝুলিয়ে দিলে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এ ঘটনায় তমেজ হাজরা মান্নান মিস্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। সর্বশেষ গতকাল মান্নান মিস্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here