পাইকগাছায় চাউল বিতরণ শুরু : লস্কর, সোলাদানা ও রাড়ুলীতে সম্পন্ন

0
414

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ ইউপিতে ভিজিএফ’ কার্ডের আওতায় ১৩ হাজার ৮শ ৯০ দরিদ্র পরিবার ২০ কেজি করে চাউল পাচ্ছেন। ইতোমধ্যে লস্কর, সোলাদানা ও রাড়ুলী ইউপির তালিকাভুক্তদের মাঝে এ চাউল তুলে দেওয়া হয়েছে বলে পিআইও প্রশান্ত কুমার রায় জানিয়েছেন। রবিবারে দিনভোর লস্কর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন কার্ডধারী ১১শ ৫৭ নারী-পুরুষের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজউদ্দীন আহম্মদ, হাসানুজ্জামান, অরবিন্দু মন্ডল, রফিকুল ইসলাম, মিনতী মিস্ত্রী, রমেছা বেগম, মেরিনা পারভিন, আছাবুর রহমান, প্রকাশ মন্ডল ও সচিব ফারুক হোসেন। সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সোলাদানা বাজারে তালিকাভুক্ত ১২শ নারী-পুরুষের মাঝে ২০কেজি করে চাল বিতরন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যান বি.এম আরেফিন, ইউপি সদস্য আনিছুল হক, আবুল কাশেম, আব্দুস সবুর, আবু সাঈদ, কল্যানী মন্ডল, জেসমিন, নাছিমা আক্তারসহ অনেকে। অপর দিকে রাড়ুলী ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হামিদ গাজী ১ হাজার ৯শ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, এএস আই মঞ্জুরুল, ইউপি সদস্য পিযুষ কান্তি বাপ্পী, মফিজুল ইসলাম, জিএম সাইফুল ইসলাম, আঃ সাত্তার গাজী, নাছিমা, হোসনেয়ারা, মর্জিনা বেগম, শেখ রেজাউল করিম, আমিরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here