পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

0
408

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার দাবী

নিজস্ব প্রতিবেদক,পাইকগাছা: পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, শামছুল হুদা খোকন, মোর্তজা জামান আলমগীর রুলু, গাজী সালাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি এসএম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, øেহেন্দু বিকাশ, রবিউল ইসলাম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, আমিনুল ইসলাম বজলু, কৃষ্ণ রায়, ইমদাদুল হক ও আবুল হাশেম। গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, মাত্র ৩জন ডাক্তার দিয়ে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ মানুষের সেবা প্রদান করা হচ্ছে। চরম জনবল সংকট ও অকেজো যন্ত্রাংশের কারণে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বক্তারা অবিলম্বে জনবল বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here