পাইকগাছা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
304

বাবুল আক্তার, পাইকগাছা প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম) বলেছেন, আমি দুর্নীতির প্রশ্রয় দেই না, তাই ওসি বা কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমান মিললে সঙ্গে-সঙ্গে-ক্লোজড করে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে পাইকগাছা থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে মাদক, জঙ্গী, সন্ত্রাস, বাল্য বিবাহ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে হাউজ ডে সভায় সর্বসাধারণের উদ্দেশ্যে এসপি শফিউল্লাহ বলেন, কেহ আইনের উর্ধে নয়, কর্মক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকেরও জবাবদিহিতা রয়েছে। তাই প্রত্যেকে যার যে কাজ সঠিক ভাবে পালন করলে দেশ উন্নত হতে বাধ্য। প্রভাবশালীদের উদ্দ্যেশে তিনি আরোও জানান, থানায় মামলা করে অহেতুক ভাবে মানুষ হয়রানী করবেন না, আর মিথ্যা মামলা হলে আসামী না ধরার জন্য থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন। সভায় দিনভোর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের নানা প্রশ্নের উত্তরে এসপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই সমৃদ্ধ দেশ গড়তে সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখতে হলে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে হবে এবং নীতিমালা মেনে প্রত্যেক পরিবারে শৃঙ্খলা বজায় রাখা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালায় ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পুলিশিং ফোরামের সভাপতি আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল বাশার, হরেকৃষ্ণ দাশ, আ’লীগ নেতা গাজী নজরুল ইসলাম, ওসি তদন্ত রহমত আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, রিপন কুমার মন্ডল, এসএম এনামূল হক, পূজা পরিষদ সভাপতি সমিরন সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌঃ খৃষ্ঠান ঐক্য পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ আঃ রাজ্জাক, ও স্নেহেন্দু বিকাশ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অঞ্জলী রানী শীল, কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, শেখ জাকির হোসেন লিটন, আ’লীগ নেতা আরশাদ আলী, একরামুল ইসলাম, মাওঃ রাইসুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী ময়না খাতুন, পাপিয়া পারভিন, খুকুমনী, যুবলীগ নেতা জগদীশ রায়, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শিক্ষার্থী ইমানা আক্তার, সুমাইয়া ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here