পাইকগাছা দু’প্রধান শিক্ষকের মধ্যে মারপিটের ঘটনায় প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান : থানায় পৃথক অভিযোগ

0
344

বাবুল আক্তার : পাইকগাছায় শিক্ষা অফিসে দু‘প্রধান শিক্ষকের মধ্যে সংঘঠিত মারপিটের ঘটনায় প্রতিবাদ সভা ইউএনও বরাবর স্মারকলিপি ও থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। রোবববার সকালে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ রায়ের পক্ষে শিক্ষকদের একটি পক্ষ স্মারকলিপি দেন। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, রবীন্দ্রনাথ রায়, আব্দুস সবুর, এস,এম, শফি, মহাদেব মন্ডল, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, খালেদা খানম, চায়না খাতুন। উল্লেখ্য গত ২৩ অক্টবর মারপিটের ঘটনায় আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় ও রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান থানায় পৃথক অভিযোগ দেন। এ ঘটনায় দু‘শিক্ষকই ইউএনও’র কাছে পৃথক অভিযোগ করলে বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। বিষয়টি নিস্পত্তির জন্য উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী পদক্ষেপ নিবেন বলে সংশ্লিষ্ঠ শিক্ষকদের আসস্থ করেছেন।