পাইকগাছা পৌরসভা সদরে দোকান ঘর দখল ও ভাংচুরপূর্বক মারপিটের অভিযোগ

0
298

বাবুল আক্তার : পাইকগাছা পৌরসভা সদরে গত ২ দিনে দাঙ্গা-হাঙ্গামা করে ৪টি দোকান ঘর দখল, ভাংচুর করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ২জন। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ভুক্তভোগীরা অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল।
অভিযোগে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী মৌজায় পরিমল চন্দ্র বাইন পৈত্রিক সম্পত্তিতে রাস্তার প্রধান সড়কে ৪টি দোকান ঘর নির্মাণ করে। পরিমলের অকাল মৃত্যুর পর তার মেয়ে প্রেমা বাইন উক্ত জায়গা জমি ভোগ দখল করে আসছে। কিন্তু স্বার্থান্বেষী, পরসম্পদলোভী দেবদাস মন্ডল, জ্যোতি মন্ডল, বুলু রাণী মন্ডল, রবি মন্ডল, তাপস দত্ত, মনিরুল ইসলাম গাজী উক্ত সম্পত্তিতে কু-নজর পড়ে। তারই জের ধরে শুক্রবার জোর করে ৫০ হাজার টাকার মূল্যের একটি গাছ কেটে নেয়। বাঁধা দিতে গেলে মারপিট সহ তার দেড়মাসের শিশুকে হত্যার হুমকি দেয়। প্রেমা ভয়তে পিছিয়ে আসে। শনিবার সকালে উক্ত ব্যক্তিরা ৪টি দোকান ঘর জবর দখলের চেষ্টা করে। এ সময় প্রেমা বাইন ও সন্ধ্যা রাণী বাঁধা দিলে তাদেরকে বে-ধড়ক মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রেমা বাইন জানান, আমার পিতা পৈত্রিক সম্পত্তি বাতিখালী মৌজার এস,এ ১১০ ও ২৫ খতিয়ানে ৬৮, ৬৯ দাগে ১.১০ একর জমি রয়েছে। উক্ত সম্পত্তির উপর পাইকগাছা-খুলনা সড়কের পাশে ৪টি দোকান ঘর নির্মাণ করেন। সেই নির্মাণকৃত দোকান ঘর তারা দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে দেবদাস মন্ডলকে ১নং আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানান।