পাইকগাছা পৌর সদরে স্কুল শিক্ষকের ঘর-বাড়ি ভাংচুর ও অবৈধ দখল চেষ্টার অভিযোগ

0
356

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা এক স্কুল শিক্ষকের ঘর-বাড়ি ভাংচুর ও অবৈধ দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের জিরো পয়েন্ট নামকস্থানে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থিতিবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে পরামর্শ দিয়েছেন।
জানা যায়, পাইকগাছা পৌরসভার সরল গ্রামের মৃত ভূষণ চন্দ্র মন্ডলের পুত্র নির্মল গংরা সরল মৌজার ২২৯ খতিয়ানে ৫৭৩ দাগ সহ ৪টি দাগে ১.৪১৫ একর সম্পত্তির রেকর্ডীয় মালিক থাকেন। জানা গেছে, তারা ভোগ দখলে থাকাবস্থায় কাটাবুনিয়া গ্রামের বঙ্ক ঢালীর পুত্র অজিত ঢালীর নিকট ২০০৬ সালে ০৪ শতক জমি বিক্রি করে। অজিত ঢালী উক্ত সম্পত্তি দীর্ঘ ১১ বছর ভোগ দখলে থাকাবস্থায় গত ৭ ফেব্রুয়ারি মৌখালী গ্রামের মৃত আছির উদ্দীন সরদারের পুত্র স্কুল শিক্ষক জিনারুলের নিকট বিক্রি করেন। জিনারুল উক্ত সম্পত্তি ক্রয় করে করখাজনা পরিশোধ পূর্বক নামপত্তন করে ঘর-বাড়ি বেঁধে ভোগ দখলে রয়েছে। কিন্তু বর্তমান সরল গ্রামের মৃত মনোরঞ্জন মন্ডলের পুত্র অমর মন্ডল শনিবার সকালে উক্ত সম্পত্তি অবৈধ দখলের জন্য ভাড়াটে লোকজন নিয়ে জিনারুলের ঘর-বাড়ী ভাঙ্গা ও দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন। জিনারুল ও তার পরিবার অমর মন্ডল ও তার লোকজনের ভয়ে আতংকে দিনাতিপাত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here