পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ছাদ ধ্বসে আহত- ১

0
384

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চলাকালীন আদালতের ছাদ ধ্বসে আইনজীবী সহকারী অখিল কৃষ্ণ মন্ডল আহত হয়েছে। আহতকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে বিচারপ্রার্থীরা ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে। মঙ্গলবার সকাল ১০টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চলাকালীন যখন শত শত বিচার প্রার্থীরা আদালত প্রাঙ্গনে হাজির। তখন আইনজীবি সহকারী সমিতির সভাপতি অখিল কৃষ্ণ মন্ডল মামলার নথি নিয়ে আদালতের বারান্দা দিয়ে এজলাশে যাচ্চিলেন। হঠাৎ আদালত ভবনের ছাদ ধ্বসে পড়ে। ধ্বসে পড়া ছাদের অংশ তার শরীরের কিছু অংশে আঘাত করে। এতে সে আহত হয়। তাৎক্ষনিকভাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী জামশেদুল হক তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় আদালত ভবনের বারান্দায় অবস্থান করা বিচার প্রার্থী, আইনজীবি ও আদালত ভবনের কমর্রত কর্মচারীরা দিকবিদিক ছোটাছুটি করে। ঘটনার সময় পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী জামসেদুল হক আদালত পরিচালনা করছিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি ভবন সংস্কারের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here