পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, বাদ পড়লেন লিটন-সৌম্য

0
349

অনলাইন প্রতিবেদক : সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বিসিবির ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা মুশফিকুর রহিম, রুবেল হোসেন, লিটন দাস ও সৌম্য সরকার।

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গায় পেয়েছেন ছয় তরুণ ক্রিকেটার। আমিনুল ইসলাম বিপ্লব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, সাইফ হাসান, নামুল হোসেন শান্ত ও শহীদুল ইসলাম।
আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।