পাচার হওয়া ১৯ বাংলাদেশী তরুনীকে ভারতীয় পুলিশ বেনাপোল পুলিশের নিকট হস্তান্তর

0
465

আশানুর রহমান আশা, (বেনাপোল) প্রতিনিধি : ভারতে পাচার হওয়া  ১৯ বাংলাদেশি তরুনীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার(১৭ মে) সন্ধ্যা ৭ টায়  তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরতরা হলেন, কাকলি খাতুন,সপ্না আক্তার,সিমা বেগম,দুলি আক্তার,বিনা খাতুন,মারিয়া বেগম,শাহিনুর বেগম,আকলিমা বেগম,আদুরি খাতুন,মনিরা খাতুন,হাজিরা খাতুন,রেখা শেখ,হাজিরা আক্তার,সম্পা খাতুন,রুপালি খাতুন,হোসনেআরা খাতুন,শাপলা বেগম ও কুলছুম খাতুন। এদের বাড়ি খুলনা,বাগেরহাট ,বরিশাল, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপিরদর্শক(এএসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের বুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।

সেখান থেকে বোম্বাইয়ের রেজকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here