পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীরে নারিকেল চারা রোপনের শুভ উদ্বোধনে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন

0
521

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা: সাতক্ষীরারর তালা উপজেলার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা বনবিভাগের আয়োজনে রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ভিক্ষুক পূর্নবাসন চত্বরে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে কপোতাক্ষ নদের তীরে নারিকেল চারা রোপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহীউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিটন আলী জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম,তালা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড শেখ আব্দুস সামাদ,তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু ,জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ,মিজানুর রহমান,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন পাটকেলঘাটাকে উপজেলা ঘোষনা করা হলে এলাকার উন্নয়ন আরো বৃদ্ধি পাবে। পাটকেলঘাটা উপজেলা হওয়া এলাকার মানুষের যৌক্তিক দাবি। বক্তরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষনার জোর দাবি করলে জেলা প্রসাসক জনগনের দাবির প্রতি সামর্থন জানিয়ে উপজেলা নির্বাহী কর্তকর্তাকে এ ব্যাপারে একটি পূর্নাঙ্গ একটি প্রতিবেদন দ্রুত জমাদানের নির্দেশ প্রদান করেন।সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন মাহফুজুর রহমান মধু । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন বলেন পাটকেলঘাটার মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হবে। আলোচনা শেষে প্রধান অতিথি কপোতাক্ষ নদের তীরে নারিকেলের চারা রোপন শুভ উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here