পাটকেলঘাটায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় জেলা সূজনশীল মেধা অণে¦ষন প্রতিযোগিতা চারটা ক্যাটাগরিতে প্রথম স্থান

0
484

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা জেলা সূজনশীল মেধা অণে¦ষন প্রতিযোগিতা ২০১৭ চারটা ক্যাটাগরিতে প্রখম স্থান কৃতিত্ব রেখেছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু সূকৃতি রায় পৃষ্টপোশকতায় ও সহকারী শিক্ষক মফিদুল ইসলাম (গণিত) ও সজীবদ্দৌলা (ইংরেজী) নেতৃত্বে এই বছরে চারজন শিক্ষার্থী প্রথম হয়েছে। দশম শ্রেনী পূথা ভট্রাচার্য (ভাষা ও সাহিত্যে),নবম শ্রেনী বাধন ঘোষ (বাংলাদেশ মুক্তিযোদ্ধা),৮ম শ্রেনি যাবিন তাসনিম ইরা (ভাষা ও সাহিত্যে),একই শ্রেনি হুমাইয়ারা লতা(বাংলাদেশ মুক্তিযোদ্ধা) বিষয়ে গৌরমময় সাফল্য কৃত্বিত্ব রেখেছে। প্রতিবছর তালা উপজেলা পর্যায়ে কৃতিত্বে সাথে বিভিন্ন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার শতবছরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাটকেলঘাটা কুমিরা ববহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাফল্যে লাভ করে। যার আদলে উপজেলা থেকে ৫জন শিক্ষার্থী বিজয়ী হয়ে জেলা পর্যায়ে ৪জন সেরা মেধাবী হিসেবে স্বাক্ষর বহন করেছে। এই সাফল্য জন্য বিদ্যালয়ের পরিচালনা পর্যাদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ অন্যান্যা সদস্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এই ঐহিত্যবাহী বিদ্যাপিঠে সাফল্যে কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here