পাটকেলঘাটায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত

0
393

মো.রিপন হোসাইন, পাটকেলঘাটা  : ‘অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে,চলো যাই গ্রাম আদালতে’এই শ্রোগানকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ ,স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় অধিনে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশ কর্তূক বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের পাটকেলঘাটা সরুলিয়া ইউপি ও কুমিরা ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার একযোগে সকাল ১০টায় সরুলিয়া ইউপি ও কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি বাজারে ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউপি চত্তরে পথ সভা অনুষ্ঠিত । পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরায় আলোচনায় সভায় ওয়েব ফাউন্ডেশ জেলা সমন্ময়কারী ফরিদা ইয়াছমিন, মনিটরিং ও রিপোটিং কো-অডিনেটর শামছুর রহমান,সরুলিয়া ইউপি সদস্য পরিতোষ,শেখ হাফিজুর রহমান,শেখ আজিজুর রহমান,ইউপি সচিব সেখ রেজাউল ইসলাম,আ’লীগ নেতা মাহফুজুর রহমান মধু,গ্রাম আদালত সহকারী শংকর দাস,অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাজিম উদ্দিন সানা,সবিতা রানী,নাসের সরদার,মনোয়ারা বেগম, ইউডিসি জাহাঙ্গীর,স্বপ্ন কর্মি রেহেনা খাতুন, কুমিরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সচিব খালিদ হাসান, ইউপি সদস্য শ্যামল কান্তি ঘোষ,রুহুল কুদ্দুস, ছাবেরা খাতুন,হোসনেয়ারা বেগম,মঞ্জুয়ারা বেগম,আদালত সহকারী জাহানারা খাতুন প্রমুখ । বক্তরা বলেন, গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদে সেবা গ্রহন করতে পারবে গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে কাজ করে। গ্রামের নারী-পুরুষ সবাই এর সেবা পেতে পারে। এছাড়াও স্থানীয়ভাবে সহজে কম খরচে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা হয়। এবং ৭৫ হাজার টাকা মূল্যমানে ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে ও কোন আইনজীবি দরকার হয়না । নিজেই প্রতিনিধি মনোয়ন করতে পারবে এবং বিচারিক কাজে অংশগ্রহন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here