পানি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পোপের

0
384

ম্যাগপাই নিউজ ডেক্স : বিশ্বজুড়ে পানি সংকটের বিষয়ে সতর্ক করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, বিশ্বে যে হারে পানি সংকট ও এ নিয়ে সহিংসতা বাড়ছে তাতে তা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে।

পোপ বলেছেন, মানুষ ও ভবিষ্যৎ মানবতা টিকিয়ে রাখার স্বার্থে পানিতে সবার অধিকার সংরক্ষণ করা খুবই জরুরি। নিরাপদ পানি পানের অধিকার সব মানুষের থাকা উচিত।

ভ্যাটিক্যানের পন্টিফিক্যাল একাডেমি অব সায়েন্স আয়োজিত পানি বিষয়ক সংলাপে শুক্রবার পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

পোপ বলেন, পানির এই অব্যবস্থাপনা ও বন্টন বৈষম্যে আমার নিজেরই ভয় হয় যে, এতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এ বিষয়ে উদাসীন থেকে আমরা কী তৃতীয় বিশ্বযুদ্ধকেই ত্বরান্বিত করছি না?

চলতি মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, ভূগর্ভস্থ পানির উৎস দ্রুত শেষ হয়ে আসছে। পাশাপাশি সংস্থাটি পানির স্বল্পতাকে সারা বিশ্বের জন্য অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র : প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here