পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন পুতিন

0
158

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ সময় পুতিনের পাশে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ।
পুতিন বলেন, ন্যাটো নেতৃত্বাধীন দেশের শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছে। এই পরিস্থিতিতে আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা প্রধানকে যুদ্ধের জন্য সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি।

পুতিনের এমন নির্দেশের জবাবে পাশে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু বলেন, জ্বি স্যার (ইয়েস স্যার)।

রাশিয়ার ওপর আরোপ করা নানা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা প্রদান করেছে সেটা বিধিবহির্ভূত।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। এ ছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনে হামলার পর যখন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে, এমন মুহূর্তে পুতিনের নির্দেশনা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।