পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব: পোপ ফ্রান্সিস

0
369

ম্যাগপাই নিউজ ডেস্ক : পারমাণবিক যুদ্ধের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ক্ষমতাধর দেশগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, পাশাপাশি চলছে ভয়ংঙ্করসব মহড়া। এরই মাঝে খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বর্তমান বিশ্ব। সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি মনে করি, আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।’

এসময় ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান ৮১ বছরের আর্জেন্টাইন এ ধর্মগুরু। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন। জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়। পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল, (The fruit of war)’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন।

তিনি বলেন, ‘আমি আবারও এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’

সূত্র: রয়টার্স

SHARE
Previous articleগুড়েও ভেজাল
Next articleকাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here