পিএসজিতে সুখি নন নেইমার, কোচের অস্বীকার

0
479

ক্রীড়া ডেস্ক: কোচের কৌশল, সতীর্থদের আচরণ সবকিছুতে নাকি নেইমার সবকিছু মিলিয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সুখি নন নেইমার। দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাবটিতে যান এই ব্রাজিল তারকা। কিন্তু মৌসুমের পাঁচ মাস পার না হতেই হাসফাস করে ওঠছেন তিনি। তাই লাল কার্ড পাওয়ায় নিসের বিপক্ষে খেলতে না পেরে ছিলেন বিশ্রামে। সেই সুযোগে ছুটে গিয়েছিলেন ন্যু ক্যাম্পে। এরপরই চাউর হয় পিএসজিতে সুখি নন নেইমার।

বার্সেলোনার সরকারি টেলিভিশনে ‘বেতেভ’ এ প্রচারিত এমন সংবাদের মানছেন না পিএসজি কোচ উনাই এমেরি। তিনি বলেছেন, ‌‘নেইমার এখানে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। এর জন্য যে গুণগুলোর দরকার, সবই আছে ওর মধ্যে। ফুটবলে নিজেকে আর দলকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আর লক্ষ্য দুটিই আছে ওর।’

এমেরির মূল আপত্তি নাকি লম্বা ভিডিও সেশন ও খুতখুতে স্বভাব। নেইমার নাকি তা পিএসজির সতীর্থ ও কর্তৃপক্ষকেও জানিয়েছেন।

কিন্তু এমেরির দাবি, ‘যতগুলো ভিডিও সেশন আমরা করি, প্রতিটাই সে দারুণ মনোযোগ দিয়ে দেখে। এদিক দিয়ে ও সবার আগেই আছে। সব খেলোয়াড়ই জানে ভিডিও সেশন এখন কত গুরুত্বপূর্ণ। আমি যদি ওদের ভিডিওগুলো না দিই, ওরাই বরং চেয়ে নেবে। কারণ, ওরা জানে এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন এগুলো ফুটবলের অংশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here