পুতিনকে হত্যার আহ্বান জানালেন মার্কিন সিনেটর

0
195

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার জন্য ‘রাশিয়ার কাউকে’ আহ্বান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

ফক্স নিউজ টিভির উপস্থাপক শন হ্যানিটিকে রিপাবলিকান দলের এই সিনেটর বলেন, রাশিয়ার কাউকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে হবে। আর এভাবেই এই লোকটিকে সরিয়ে দিতে হবে।
পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। একটি টুইট বার্তায় তিনি বলেন, একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে, তারা হলো রাশিয়ার জনগণ।

এই সিনিয়র সিনেটর কখনও কখনও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি সিনেটর পুনর্নির্বাচিত হন।

সূত্র: এএফপি ও তাস