পূজামন্দির পরিদর্শন সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের

0
267

সংবাদ বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করছেন। নেতৃবৃন্দ সনাতন ধর্মবিশ^ামীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এ সময় জোটের সাবেক সভাপতি হারুন অর রশীদ, জেলা সহসভাপতি দীপংকর দাস ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, বিবর্তন যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৈদ্যনাথ অধিকারী এবং অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সুনীল দাস উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অভয়নগর উপজেলার নওয়াপাড়া কালিমন্দির, ধোপাপাড়া হরেকৃষ্ণ মন্দির, সুন্দলী সার্বজনীন পূজামন্দির, মণিরামপুর উপজেলার কুচলিয়া সার্বজনীন দুর্গামন্দির ও হাজিরহাট সার্বজনীন পূজামন্দির এবং কেশবপুর উপজেলার পাঁজিয়া সার্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন।

রাতে জোট নেতৃবৃন্দ পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় কেশবপুর উপজেলা নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক সম্পাদক মশিউর রহমান, মফিজুর রহমান নান্নু, উজ্জ্বল ব্যানার্জ্জী, স্বপন মন্ডল, রবিউল আলম, লিটন হোসেন, অলিয়ার রহমান উপস্থিত ছিলেন।