প্রচন্ড শীতে বিপর্যস্ত যশোরের জনজীবন

0
366

বিশেষ প্রতিনিধি : যশোরে সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। কনকনে শীতে বিপর্যস্ত এ জেলার জনজীবন। কুয়াশার সাথে হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে করে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় শীতজনিত রোগীর সংখ্যা না বাড়লেও সুস্থ থাকতে গরম কাপড়ের ব্যবহার, বেশিবেশি পানি পানসহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সোমবার যশোরে সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। কয়েকদিন ধরে তীব্র শীতে যশোরের জনজীবন বিপর্যস্ত। তীব্র শীতের হাত থেকে রেহাই পেতে তাই নি¤œ ও মধ্যবিত্তশ্রেণীর মানুষ গুলো ছুটে যাচ্ছে তাদের সাধ্যমত শীতের পোশাক কিনতে। আর তাই শীত বাড়ার সাথে সাথে পুরানো কাপড়ের দোকানে ভীড় বাড়ছে ক্রেতাদের। গত বছরের তুলনায় এ বছরে ব্যবসা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। গত বছরের তুলনায় এ বছর দামের খুব বেশী একটা পার্থক্য নেই । ভালো মানের জ্যাকেট বিক্রি হচ্ছে ২০০শ থেকে ৪০০ টাকায়। মেয়েদের জ্যাকেটেরও দাম একই । আর বাচ্চাদের পোশাক কোয়ালিটি অনুযায়ী ৫০ থেকে শুরু হয়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এবছর মেয়েদের ও বাচ্চাদের শীতের কাপড় বেশী বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা । অপরদিকে সাধ্য ও নাগালের মধ্যে দাম থাকায় এ বছর শীতের পোশাক কিনে খুশী ক্রেতারা।