প্রত্যেক নারী শিক্ষার্থীকে প্রত্যয়ী হতে হবে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

0
679

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্প্রসারিত রাশিদা রহমান ভবন উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের এম পি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, দেশ ও সমাজ উন্নয়নে মূল ভিক্তি শিক্ষা । দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের বঞ্চনা দেওয়া চলবে না। আর্থসামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ত করতে হবে। তাদেরকে পরিবারের মঙ্গল,ঘর রান্না ও শিশু যতেœর কাজে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রতিটি নারী শিক্ষার্থীকে আতœপ্রত্যয়ী হতে হবে। সমাধিকারে প্রখর দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নারী শিক্ষার্থীকে প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমামের মতো মহীয়সী নারী হতে হবে। তিনি আরো বলেন, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন নিরসন সহ অধনস্থ অবস্থান পরিবর্তন নিশ্চিত পূর্বক বলিষ্ঠ ভূমিকা পালনে উপযোগী করে গড়ে তুলতে হবে।
বুধবার দুপুর ১২ টার সময় কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকোশলী শেখ মুজিবুর রহমান ও তার পতœী রাশিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূকৃতি কুমার রায়, পাটকেলঘাটা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, প্রাক্তন প্রধান শিক্ষক মিনতি রানী চৌধুরী, প্রাক্তন শিক্ষক মুকুন্দ কুমার নাগ, শিক্ষক কল্পনা মাহাতা, হালদার সহোদেব কুমার, শিক্ষার্থী মুস্তারিন সুলতানা, প্রিংয়াকা পাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ ও কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here