প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেফতার করার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

0
713

বেনাপোল প্রতিনিধি : দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেফতার করার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালী বের করা হয়।

এ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালীতে অংশ নেয় বেনাপোল বন্দর প্রেসক্লাব, শার্শা প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, একতা প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, শার্শা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থাসহ স্থানীয় বিভিন্ন সংবাদকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, বিডি নিউজ ২৪ ডট কমের সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ মল্লিক স্বপন, সাংবাদিক ইউনিয়ন শার্শার সভাপতি এম ওসমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক রাসেল, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, শার্শা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, একতা প্রেসক্লারে সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।