প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত যশোরবাসী

0
530

বিশেষ প্রতিনিধি : ইংরেজি নতুন বছরের আগমন মূলক শুভেচ্ছা বার্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৩১ ডিসেম্বর (রোববার) যশোর আসছেন । তিনি সকালে যশোরের মাটিতে পা রেখে প্রথমে বীরশ্রেষ্ট্র মতিউর রহমান ঘাঁটি (বিএএফ) বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান করবেন। সেখান থেকে তিনি বিকেলে যশোর জেলা আওয়ামীলীগের আয়োজনে ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় বক্তব্য দেবেন । বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটাই হবে তার প্রথম জনসভা।
প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত যশোরবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের জনসভা থেকে যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কপোতাক্ষ নদ খনন উন্নয়ন কাজসহ দেড় ডজন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে যশোরের মৃত ভৈরব নদ সংস্কার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল জিমনেসিয়াম ভবন, টিএসসিসহ ডজন খানেক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ জন্য যশোর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান শাহিন চাকলাদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বেলা ১১টায় বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৩টায় যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। শনিবার জনসভা স্থলে ব্যাপক নিরাপত্তা জোরদার করাসহ পর্যবেক্ষনে রেখেছেন বিভিন্ন গোয়েন্দা শাখায় কর্মরত কর্মকর্তা ও সদস্যরা। প্রধান মন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। গোটা শহরের বিভিন্ন সড়ক পরিস্কার পরিচ্ছরœসহ নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যশোর জেলায় কর্মরত পুলিশসহ প্রধান মন্ত্রীর জনসভাকে ঘিরে প্রায় সহ¯্রাধিক পুলিশ দায়িত্ব পালন শুরু করবে। যশোর বাসী র্দীঘদিনের আশায় বুধ বেঁধে রাখার অবসান ঘটবে আজ। প্রধান মন্ত্রীর নিজ মুখ দিয়ে যশোরে উন্নয়নের নতুন চালিকা কার্যক্রমের ঘোষনা শুনবেন। এখন শুধু সেই ঘোষনার অপেক্ষায় যশোরের সর্ব পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here