প্রধানমন্ত্রীর কাছে ১০ মিনিট সময় চান ড. কামাল

0
557

নিজস্ব প্রতিবেদক : দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যে প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি ১০ মিনিট সময় নিবেদন করেছেন। শুক্রবার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘গত মাসে দেশে যা কিছু ঘটেছে তা দেখে মনে হয়, দেশ আগের পাকিস্তান হয়ে গেছে। পুলিশ ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না। দেশে যে সংবিধান রয়েছে, এর প্রতি সবার শ্রদ্ধা জানানো উচিত। দেশের পুলিশকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত।’

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে দেখা করবো। তিনি (প্রধানমন্ত্রী) অনেক ব্যস্ত, রাষ্ট্রের অভিভাবক হিসেবে কাজের চাপ থাকে উনার অনেক। তারপরও যদি ১০ মিনিট সময় দেন, তবে তার সঙ্গে দেখা করে কিছু কথা বলবো। কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে আমাদের কিছু কথা লিখিত আকারে আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি আশা করি, আমাদের কথাগুলো আমলে নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here