প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রদল নেতা গ্রেফতার

0
683

নিজস্ব প্রতিবেদক,নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি লেলিন খান (২৭)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে বুধবার রাত ১১টার দিকে নড়াইল শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লেনিন লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকার মৃত দৌলত খান দুলালের ছেলে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ছগির উদ্দিন বাদী হয়ে ওই রাতেই (বুধবার) লেনিন খান এবং ফারিয়া জাহান রিয়ার নামে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ফেসবুকে ফারিয়া জাহান রিয়া নামের আইডি থেকে লেলিন খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করে শেয়ার করে। বিষয়টি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লোহাগড়ার ব্যাপারি পাড়ার শেখ ছগির উদ্দিনের নজরে আসলে মামলা দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত লেলিন খান দাবি করেন, কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে বিকৃত ছবি শেয়ার করেছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লেলিন খান এবং ফারিয়া জাহান রিয়ার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। তবে, রিয়ার পরিচয় এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here