প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ঢাকায় আনা হচ্ছে জাফর ইকবাল স্যারকে, কিছুটা ‘শঙ্কামুক্ত’

0
791

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে দ্রুত ঢাকায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুল হক জানান, ড. জাফর ইকবালকে এখন অপারেশন থিযেটারে অ্যানেসথেশিয়া দিয়ে রাখা হয়েছে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. দেবপদ রায় বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা চলছে।’ তিনি আরও বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রীও চাচ্ছেন ওনাকে (জাফর ইকবাল) যেন ঢাকায় নিয়ে যাওয়া যায়। আমাদের ডাইরেক্টর (ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক) ও প্রিন্সিপাল স্যার এ বিষয় নিয়ে কথা বলছেন।’

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এরপর ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here