প্রধানমন্ত্রীর ভাষনে কটুক্তি, রাজগঞ্জে আটক-২, মুল আসামী জামাল পলাতক

0
810

উত্তম চক্রবর্ত্তী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন নিয়ে কটুক্তি করায় মণিরামপুরে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঝাঁপা পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত কুমার তাদের আটক করেন। আটক দুইজন হলেন, উপজেলার ঝাঁপা গ্রামের মৃত তারিক মোড়লের ছেলে তবিবর রহমান (৪৫) এবং ওই গ্রামের আছরোক গাজীর ছেলে সোহেল উদ্দিন। আটক দুই জনকে রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম সহ স্থানীয়রা জানান,ঝাঁপা বাজারের চায়ের দোকানদার আলিমের দোকানে টেলিভিশনে শনিবার রাত ৮ টার দিকে প্রধানমন্ত্রীর ভাষন চলছিল। ওই সময় তবিবর,সোহেল ও জামাল হোসেন নামের তিনজন ভাষন নিয়ে কটুক্তি করে টেলিভিশন বন্ধ করে দেন। খবরটি পুলিশকে জানানো হলে ঝাঁপা ক্যাম্পের এসআই সঞ্জিত, তবিবর ও সোহেলকে আটক করে। এসময় মুল আসামী জামাল পালিয়ে যায়। আটক দুইজন বিএনপির কর্মী বলে জানিয়েছেন মেম্বর শরিফুল।
এসআই সঞ্জিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক দুই জনকে রাতেই থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here