প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে আমুল পরিবর্তন এনেছেন : স্বপন ভট্টাচার্য্য

0
444

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগি স্বাস্থ্যনীতি গ্রহণে স্বাস্থ্যখাতে আমুল পরিবর্তন এসেছে। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। কেউ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে দায়িত্বশীলদের নজর দিতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত স্বাস্থ্য কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য উপকেন্দ্র স্থাপনসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। কোন চিকিৎসকের আচারণে রোগীসহ স্বজনরা যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন প্রধান অতিথি।

আবাসিক মেডিকেল অফিসার গৌতম ঘোষের পরিচালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, স্বাস্থ্য কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ডাঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য হাসপাতালের মাষ্টাররোলে কর্মচারীকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় আজ ১২জনকে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসের টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here