প্রশ্নপত্র ফাঁসের জন্য এক শ্রেনীর শিক্ষকরা দায়ী: শিক্ষামন্ত্রী

0
387

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জন্য এক শ্রেনীর শিক্ষকদের দায়ী করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র একটি অনুষ্ঠানে এ অভিযোগ করেন মন্ত্রী।

চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা প্রমুখ।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে রাত জেগে পাহারা দিয়েছি। কিন্তু সকালে যখন ঘুমাতে যাব ঠিক ওই সময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে কিছু শিক্ষক। এমনকি কিছু শিক্ষক টাকার বিনিময়ে হলে উত্তরও বলে দেন। ’

নতুন শিক্ষানীতি প্রণয়নে বিরোধী দলের কাছ থেকে পরামর্শ নেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষানীতি বাস্তবায়ন করার আগে বিরোধী দলের কাছে পরামর্শ নিতে গেছি। ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিনের সাথে এ বিষয়ে আলোচনা করেছে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here