প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় বন্ধ : ডিসি

0
184

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিৎ নয়। কারণ ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তিনি ফার্মেসি মালিকদের বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এন্টিবায়োটিক ঔষধ সেবনের সময় রোগীকে খেয়াল রাখতে হবে প্রেসক্রিপশনে যে পরিমাণ ডোজের সেবনের কথা আছে সেটি পূর্ণ করতে হবে। কমবেশি সেবনের ফলে বিভিন্ন সমস্যা হতে পারে।

ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, ফার্মেসি মালিকদের বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করার আহ্বান জানিয়ে বলেন, এর ব্যতয় হলে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক এএম জামাল উদ্দীন বিলু, যশোর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল, সহসভাপতি সিরাজুল ইসলাম, সদস্য আহসান কবীর নিপু, শামীম আহমেদ রনি, হাসানুজ্জামান বাবলু, ওমর সেলিম টগরসহ নেতৃবৃন্দ।

এর আগে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান র‌্যালি উদ্বোধন করেন

জেলা ওযুধ প্রশাসন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।