প্রেসক্লাব যশোরের সহ সভাপতি বিণয় কৃষ্ণ মল্লিকের মুক্তির দাবিতে যশোরে ১৬ মার্চ স্বারষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বয়কট, ডিসি অফিস ঘোরাও

0
582

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তির দাবিতে উত্তাল যশোর। অবিলম্বে মুক্তির দাবিতে আগামি ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কর্মসূচি বয়টকের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক সমাজ। একইদিন স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে কালোপতাকা প্রদর্শন ও সমাবেশ করবে স্থানীয় সাংবাদিকরা। এছাড়াও ১৫ মার্চ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবে সাংবাদিকদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বেলা সাড়ে ১২টায় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করে শহরে। এসময় পুলিশ সুপার আনিসুর রহমানের পদত্যাগ দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় শহর। সাংবাদিকরা মিছিল নিয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়। জেলা প্রশাসকের কক্ষের সামনে সাংবাদিকরা অবস্থান করে মুক্তির দাবিতে স্লোগান শুরু করেছে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসকের কক্ষের সামনে যশোরের সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করছিল। অবস্থান কর্মসূচিতে যশোরে সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার প্রেসক্লাব যশোরের যৌথ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরে আলম, রুকুনউদ্দৌলাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাবেক সভাপতি ফকির শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক এইচআর তুহিন, জুয়েল মৃধা, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সদস্য আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান মুনির, সাংবাদিক শিকদার খালিদ, সরোয়ার হোসেন প্রমুখ।
১৩ মার্চ বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি রাইটস যশোরের নির্বাহী পরিচালক ও বিনয় কৃষ্ণ মল্ল্কি। সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তাঁর বরখাস্ত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। সন্ধ্যায় যশোর শহরের ঘোপ এলাকার বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শহরে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here