প্রেসিডেন্ট যখন সঙ্গীত শিল্পী

0
390

জলসা ডেস্ক: রাজনীতিবিদরা যেখানে শুধু জনসংযোগ আর দেশ পরিচালনায় ব্যস্ত থাকেন, সেখানে তাদের অন্যান্য সুকুমার প্রবৃত্তি থাকলেও তা কয়জনই বা প্রকাশ ও চর্চা করতে পারেন। তবে এর মধ্যে ব্যতিক্রম কিন্তু কিরঘিজিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক অ্যাটামবায়েভ।

সম্প্রতি একসঙ্গে রিলিজ হয়েছে তার দুটি গিটার ব্যালে রেকর্ড। তার জন্য এটি নতুন ঘটনা নয়। প্রায় নিয়মিত ব্যবধানেই তার গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে। নিজের গানগুলো তিনি নিজেই লেখেন।


আর কেবল গিটার নয়, নিজের দেশের ঐতিহ্যবাহী প্রায় সব ধরণের বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী এই প্রেসিডেন্ট। তবে, সঙ্গীতে প্রতিভা আছে মধ্য এশিয়ায় এমন একমাত্র নেতা নন অ্যাটামবায়েভ।

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টেরও রয়েছে এই সুনাম। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় রোমান্টিক গান গাইতে এবং ডিজের ভূমিকায় অবতীর্ণ হতে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ানো বাজানোর সচিত্র প্রমাণও দেখেছেন অনেকেই।

এবার শুনুন কিরঘিজ প্রেসিডেন্ট আলমাজবেক অ্যাটামবায়েভের সুরের স্রোতধারা। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here