ফখরে আলমের ‘নকশীকাঁথা ফুলের মেলা, খেজুরগুড়ের যশোর জেলা’

0
422

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ব্রান্ডিংয়ে দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলমের ‘নকশীকাঁথা ফুলের মেলা, খেজুরগুড়ের যশোর জেলা’ মনোনীত হয়েছে। এজন্য জেলা প্রশাসন রোববার তাকে পুরস্কৃত করেছে।
এ দিন দুপুরে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ফখরে আলমের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হকসহ সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলার সব কার্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে লোকসমাজের সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, আঞ্জুমানে মফিদুল ইসলামের সভাপতি শেখ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক জাফরউদ্দিন কচি, প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন টুলু, যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর চেম্বারের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, ‘স্বপ্ন দেখো’র নির্বাহী পরিচালক জহির ইকবাল নান্নু, গরীব শাহ সমাজকল্যাণ সংস্থার পরিচালক তোফাজ্জেল হোসেন মানিক, সিনিয়র সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মামুন রহমান, ওহাব্জ্জুামান ঝন্টু, রিমন খাঁন, শিল্পী আয়শা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের প্রত্যেক জেলার ব্রান্ডিং করা হয়েছে। ফখরে আলম যশোরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নকশী কাঁথা, খেজুর গুড় ও ফুল নিয়ে ব্রান্ডিং করেছেন। তার এই স্লোগান দেশ বিদেশে যশোরকে পরিচিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here