ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

0
379

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী সভাপতি হিসেবে ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছেন নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি। এসময় সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ নব নির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী ও নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রবিবার দুপুরে বিদায়ী সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির যৌথসভা শুরু হয়। সভায় শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী ও নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিদায়ী কমিটির সভাপতি সাইফুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন। একইসঙ্গে বিদয়ী ও নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে যৌথসভার কাজ শুরু হয় এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ২০২১-২২ সেশনের জন্য নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নব নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের হাতে জাতীয় প্রেস ক্লাবের ইজারাপত্র ও জমির মূল দলিল তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সাইফুল আলাম। পাশাপাশি ব্যবস্থাপনা কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে সভার কার্যবিবরণী রেজিস্টার তুলে দেওয়ার মাধ্যমে দায়িত্ব প্রদান করেন। এরপর নব নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। তিনি সভাপতিসহ বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্লাবের উন্নয়ন, ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।