ফাইনালে নওয়াপাড়া পৌরসভা

0
201

অভয়নগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক) দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। বেলা ৩ টায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাঘুটিয়া ইউনিয়ন ২-১ গোলে শ্রীধরপুরকে এবং বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত অপর সেমিফাইনালে নওয়াপাড়া পৌরসভা ১-০ গোলে শুভরাড়া ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। প্রথম সেমিফাইনালে শ্রীধরপুর ও বাঘুটিয়া ইউনিয়নের মধ্যকার খেলার প্রথমার্ধের ২১ মিনিটে বাঘুটিয়া দলের ৯নং জার্সিধারী খেলোয়াড় আল মামুন মুন্না প্রথম গোল করেন। দ্বিতীয়ীর্ধের ২৭ মিনিটে বাঘুটিয়া দলের ১৫নং জার্সিধারী খেলোয়াড় আরমান মল্লিক ২য় গোল করেন। অতিরিক্ত সময়ে শ্রীধরপুর দলের ৬নং জার্সিধারী খেলোয়াড় নূর নবী একমাত্র গোল করেন। নির্ধারিত সময়ে খেলা শেষ হলে বাঘুটিয়া ইউনিয়ন ২-১ গোলে শ্রীধরপুর ইউনিয়নকে হারিয়ে ফাইনাল খেলা করে। বিজয়ী দলের ১৬নং জার্সিধারী সানিকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। দিনের অপর সেমিফাইনাল বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। এতে নওয়াপাড়া পৌরসভার মুখোমুখি হয় শুভরাড়া ইউনিয়ন। নওয়াপাড়া পৌরসভা দলের পক্ষে প্রথমার্ধের ১৩ মিনিটে একমাত্র গোল করেন ১১নং জার্সিধারী খেলোয়াড় রাহাত। সেরা খেলোয়াড় হিসেবে নওয়াপাড়া পৌরসভার ৭নং জার্সিধারী রিয়াজকে পুরস্কৃত করা হয়। আগামীকাল সোমবার একই মাঠে ফাইনাল খেলায় নওয়াপাড়া পৌরসভার মুখোমুখি হবে বাঘুটিয়া ইউনিয়ন। জানা গেছে, সোমবার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ অনুর্ধ্ব-১৭ বালক অভয়নগর উপজেলা দলের নাম ঘোষণা করা হবে। ঘোষিত দল পরবর্তীতে যশোর জেলা পর্যায়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে।