ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগোলো সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

0
106

ক্রীড়া প্রতিবেদক : ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে। সেখানে সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে।

এর আগে ৫ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র‌্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।

বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ে।

সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের অবনতি হয়েছে ৩ ধাপ। তারা ৫৮ থেকে এবং ৬১তম অবস্থানে। নারীদের ফিফা র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ১০৩, শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ এবং ভুটান আছে ১৭৭ নম্বরে।