ফিলিস্তিন নিয়ে বাইডেনের মুখোমুখি রাশিদা তালিব

0
365

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানের ফিলিস্তিনি বংশোদ্ভূত কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব এবার প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি ফিলিস্তিনিদের নিয়ে নিজের উদ্বেগের কথা সরাসরি জানান মার্কিন প্রেসিডেন্টকে। খবর নিউ ইয়র্ক টাইমস এর।

এসময় তিনি ইসরায়েল সরকারের প্রতি বাইডেনের আর্থিক ও কূটনৈতিক সহায়তার বিষয়টি নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়- সে বিষয় নিয়েও আলোচনা করেন।

বাইডেনের সঙ্গে রাশিদার এই মুখোমুখি আলাপের ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ভিডিওতে দেখা যায়, বাইডেনের সাথে কয়েক মিনিট কথা বলার পর তার সাথে হাত মেলান তালিব।
এর আগে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বলে বাইডেনের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলের সদস্য রাশিদা তৈয়ব। কংগ্রেসে ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি চোখের পানি সংবরণ করতে পারেননি।