ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু অভয়নগরে

0
130

অভয়নগর (যশোর) প্রতিনিধি : কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে অভয়নগর উপজেলায় শুরু হয়েছে ভক্ত সমর্থকদের মাঝে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এসকল সামর্থকরা। দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে আলোচনা সমালোচনা। নিজের প্রিয় দলের সমর্থনে ইতিমধ্যে তৈরি করা হয়েছে রং বেরংয়ের পতাকা। বাসার ছাদে, রাস্তার পাশে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের এসব পতাকা। কেউ কেউ নিজ বাড়ির দেওয়াল আঁকছেন প্রিয় তারকার ছবি ও পতাকা। সামাজিক যোগাযোগ মধ্যমে চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিস্তর গবেষণা। সকালে উপজেলার নওয়াপাড়া বাজার, তালতলা, রাজঘাট, গাজিপুর, পায়রা বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন বাসাবাড়ির ছাদে উড়ানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। সাজানো হয়েছে বাড়ির দেওয়াল। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের মাঝে বেশি উন্মাদনা লক্ষ করা গেছে। মোহাম্মাদ মামুন শেখ নামে একজন পেয়ারা বিক্রেতা বসবাস করেন নওয়াপাড়া প্রফেরপাড়া এলাকায়। তিনি রং তুলি নিয়ে প্রিয় দলের সমর্থনে রাস্তার পাশে এঁকেছেন ফুটবল তারকা মেসির ছবি আর্জেন্টিনার পতাকা ও বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানিয়ে নানা বার্তা। জানতে চাইলে আর্জেন্টিনার এই ভক্ত মোহাম্মাদ মামুন শেখ জানান, আমি পেশায় একজন পেয়ারা বিক্রেতা। আর্জেন্টিনার সমর্থনে নিজ বাড়ির দেওয়ালে প্রিয় তারকার ছবি এঁকেছি। আশাকরি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে। ব্রাজিল সমর্থক মুন্না বিশ্বাস জানান, প্রিয় দলকে ভালোবেসে ও সমর্থন দিতে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা উড়িয়েছি। আবিদ নামের একজন ফ্রান্সের ভক্ত জানান, যে যায় বলুক এবারের বিশ্বকাপ ফ্রান্স ই জিতবে। উলেখ্য, বিশ্বকাপ ফুটবলের ২২ তম আসর আগামী ২১শে নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে। এবারের বিশ্বকাপে মোট ৩২টি দল অংশগ্রহন করছে।