ফেজবুকে ফেক আইডি খুলে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় যশোরে ছয় জনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা

0
510

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি থানায় ছয় জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর শহরের মোল্যাপাড়ার আশরাফ আলীর ছেলে জুবায়ের হোসেন ওরফে মারুফ,মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার গংগানন্দপুর গ্রামের ডাবলুর ছেলে ইয়াছির আরাফাত,একই গ্রামের মৃত সরোয়ার মোল্যার ছেলে ডাবলু,তার স্ত্রী মোছাম্মদ রত্মা বেগম, মৃত মাহবুবুর রহমান ওরফে বাদশা মিয়ার ছেলে মোস্তাক আহম্মেদ ও আসাদুজ্জামান চেরাগের ছেলে মোজাহিদুল ইসলাম। যশোর শহরের মোল্যাপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে বেলায়েত হোসেন বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে ইমনা মাহামুদ সুক্তির নামে ফেক আইডি খুলে কুরুচিপূর্ন ছবি দিয়ে ক্ষতি করনের উদ্দেশ্যে কম্পিউটার সিস্টেম হাকিং মানহানী কর তথ্য ও মিথ্যা গোপনীয়তা প্রকাশ করে। অপর দিকে,শহরের বেজপাড়া চোপদার পাড়া তালতলা মোড়ের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে মশিয়ার রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার পরিবারের সদস্যদের নামে উল্লেখিত আসামীরা মিথ্যা ও অশ্লীল কুরুচিপূর্ন ছবি প্রদান করে ক্ষতি সাধন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here