ফের বিস্ফোরিত হলো গ্যালাক্সি জে সেভেন

0
405

প্রযুক্তি ডেস্ক: চার বছরের শিশুর হাতে বিস্ফোরিত হলো স্যামসাংয়ের গ্যালাক্সি জে সেভেন। শিশুটি তখন ওই ফোনটি নিয়ে খেলছিল। ওই ঘটনার ছবি শিশুর মা তার ফেসবুকে শেয়ার করেছেন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। ওই সন্তানের মা মিডিয়াকে জানিয়েছেন শিশুটি তার গ্যালাক্সি জে সেভেন নিয়ে খেলছিল। হঠাৎ ফোনটি বিস্ফোরিত হয়। শিশুটি তখন আতঙ্কিত হয়ে চিৎকার দেয়।

শিশুটির আতঙ্ক এখনো কাটেনি বলে তার মা জানিয়েছেন। তাই প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে পাকিস্তানি ওই মহিলার সতর্কবার্তা, নিজের বাচ্চাদের দূরে রাখুন মোবাইল থেকে।

স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বাজারে যখন আসে তখন স্মার্টফোনের দুনিয়ায় এক আলাদা শোরগোল ফেলে দিয়ে ছিল। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই স্যামসাং পরিবারের এই সদস্যের নামে বদনাম রটে যায় বাজারে। ধরা পড়ে ফোনের ডিজাইনে সমস্যা রয়েছে। ব্যাটারিতে গুরুতর সমস্যা ছিল।

তবে স্যামসাংয়ের অন্য স্মার্টফোনেও একইরকমের সমস্যা হতে পারে যেকোনও সময়। ব্যাটারির সমস্যার জন্যে হাতে ফেটেও যেতে পারে অন্য স্মার্টফোনগুলো। তবে ঠিক কী কী কারণে এগুলো হতে পারে সেটা জেনে নেওয়া ভাল।

অনেক সময় চার্জারে সমস্যা থাকে। আবার চার্জারের কেবলেও সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতে পারে ব্যাটারিতেও। সেইজন্যেই যদি কোনওভাবে আপনাদের কারও স্মার্টফোন সঠিকভাবে কাজ না করে, তাহলে অবশ্যই স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here